জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলায় এক ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৭৫ জন আহত এবং অনেকেই এখনও নিখোঁজ। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, বিপর্যয়ের ফলে সম্পত্তিরও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিস্তোওয়ার থেকে ৯০ কিলোমিটার দূরে দুর্ঘটনাগ্রস্ত এলাকা চাসোটি, মাচিল মাতা মন্দিরে যাওয়ার জন্য গাড়ী চলাচলের যোগ্য শেষ গ্রাম। মাচিল মাতা যাত্রার জন্য সেখানে বহু ভক্তের ভীড় জমেছিল। এরপর সাড়ে ৮ কিলোমিটার রাস্তা ট্র্যাক করে মন্দিরে পৌঁছাতে হয়। মেঘভাঙা বৃষ্টির ফলে হওয়া হড়পাবানে সেখানে খোলা লঙ্গরখানা ধুয়ে মুছে যায়। স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেছে বার্ষিক এই যাত্রা। কিস্তোওয়ার প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আবহাওয়ার জন্য বারংবার ব্যহত হচ্ছে এই কাজ। ত্রাণ ও উদ্ধারকাজ সম্পূর্ণ হতে কমপক্ষে ২০ দিন সময় লাগবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।