মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 14, 2024 11:56 AM

printer

জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা জওয়ান শহীদ হয়েছেন

জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা জওয়ান শহীদ হয়েছেন। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানানো হয়েছে, ছাত্রু বেল্টের নাইদঘাম এলাকায় জঙ্গী উপস্থিতির গোপনসূত্র মারফত খবর পেয়ে জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। পিঙ্গনাল দুগাড্ডা জঙ্গল এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হলে ৪ জওয়ান আহত হন। তাঁদের চিকিতসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নায়েব সুবেদার ভিপন কুমার এবং সেপাই অরবিন্দ সিং প্রাণ হারান। সেনাবাহিনীর পক্ষ থেকে ঐ দুই জওয়ানের সর্বোচ্চ আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আকাশবানীর সংবাদদাতা জানাচ্ছেন, জৈশ-ই-মহম্মদ জঙ্গী গোষ্ঠীর ঐ চার সন্ত্রাসবাদী এলাকায় আটকে পরেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

এদিকে, উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় পাট্টানের চক তাপীরে জঙ্গীদের সঙ্গে আরো একটি সংঘর্ষ বেধেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লড়াই চলছে।  কাঠুয়ায় সেনাবাহিনীর গুলিতে দুই জঙ্গী মারা পড়েছে বলেও জানা যাচ্ছে।