জম্মু কাশ্মীরের কিশেনগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে তথাকথিত সালিসি আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তির অধীনে এই সালিসি আদালতের দেওয়া রায়কে ভারত খারিজ করেছে। এই সালিসি আদালতের আইনি বৈধতা ভারত কখনোই স্বীকার করেনি এবং এর গঠনকে সিন্ধু জল চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে মনে করে। এই ফোরামে কোনো কার্যক্রম বা এর দেওয়া কোনো রায়কেও ভারত অবৈধ বলে মনে করে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। সীমান্তপারের সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান তার ভূখণ্ডকে সারাবিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলেছে। এর জন্য পাকিস্তানের কাছ থেকে যে জবাব চাওয়া হয়, সেই বিষয়টিকে লঘু করতেই পাক প্রশাসনের নতুন এই প্রহসন।