মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 9, 2024 11:25 AM

printer

জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গী হানায় পাঁচ সেনাজওয়ান শহীদ হয়েছেন।

জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার বিলাওয়ার অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গী হানায় পাঁচ সেনাজওয়ান শহীদ হয়েছেন। আহত আরো ৫ জন। তাদের বিলাওয়ার স্বাস্থ্যকেন্দ্র থেকে পাঠানকোটের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মাচেদি এলাকায় গতকাল বিকেলে রুটিন মাফিক টহল দেওয়ার সময় পাহাড়ের ওপর থেকে সেনার গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি বর্ষণ শুরু করে। ছোঁড়া হয় গ্রেনেড। ঘটনাস্থলেই চার জওয়ান প্রাণ হারান। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। সেনার পক্ষ থেকে পালটা গুলিচালনা শুরু হলে জঙ্গীরা কাছের জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। হামলাকারীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।

এই নিয়ে গত তিন দিনে জম্মু অঞ্চলে ভারতীয় সেনার ওপর দ্বিতীয়বার হামলা চালানো হল। রবিবার রাজৌরি জেলার সেনা শিবিরে জঙ্গী আক্রমনে এক সেনা জওয়ান আহত হন।