জম্মু–কাশ্মীরের, কাঠুয়া জেলার বিলাওয়ার তহসিলে নিরাপত্তা বাহিনী তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছে। কামাড় নাল্লা, কলাবন এবং ধনু পারোল জঙ্গলে দেশবিরোধী গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নিরাপত্তা বাহিনীর যৌথ দল তল্লাশি শুরু করে। গত বুধ এবং বৃহস্পতি দুদিনে তিনটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেনবাহিনী।
Site Admin | January 17, 2026 10:19 PM
জম্মু-কাশ্মীরের, কাঠুয়া জেলার বিলাওয়ার তহসিলে নিরাপত্তা বাহিনী তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছে।