মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 11, 2024 12:57 PM

printer

জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে পাকিস্তানি সেনার অতর্কিতে গুলি চালনায় এক BSF জওয়ান আহত হয়েছেন

জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে পাকিস্তানি সেনার অতর্কিতে গুলি চালনায় এক BSF জওয়ান আহত হয়েছেন। জানা গেছে, রাত ২’টো বেজে ৩৫ মিনিট নাগাদ হঠাৎ’ই  পাক বাহিনী, বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। BSF পাল্টা জবাব দেয়। এই ঘটনার পরই, বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারী, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সংক্রান্ত চুক্তির পুনর্নবিকরণের পর এই ধরণের গুলি চালনার ঘটনা বিরল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।