জম্মু কাশ্মীরকে ফের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কলকাতার এক পাঁচতারা হোটেলে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি সরকার জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম কোর্টও এই একই রায় দিয়েছে। তিনি জানান এব্যাপারে কেন্দ্রের সঙ্গে তাঁরা লাগাতার আলোচনা চালাচ্ছেন। পহেলগাঁও হামলার পর কাশ্মীরের নিরাপত্তা ও জঙ্গী কার্যকলাপ নিয়ে যে নতুন ভাবে উদ্বেগ তৈরি হয়েছে সেকথা ওমর আবদুল্লা স্বীকার করে নিয়েছেন। তবে পর্যটকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, ওই ঘটনার পর পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে সক্রিয় হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই এব্যাপারে কার্যকরী ভূমিকা নিয়েছে। জম্মু কাশ্মীরে ধাপে ধাপে সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
পাশপাশি ইন্ডি জোটের কার্যকলাপ নিয়ে নাম না করে প্রধান শরিক কংগ্রেসকে কটাক্ষ করেছেন ওমর। কেন জোটের শরিকদের নিয়ে নিয়মিত বৈঠক ডাকা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।