মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 25, 2024 9:40 AM

printer

জম্মু-কশ্মীরে তৃতীয় দফার নির্বাচনে প্রচারপর্ব জোরদার হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সেখানে দুটি নির্বাচনী সভায় অংশ নেবেন।

জম্মু-কশ্মীরে তৃতীয় দফার নির্বাচনে প্রচারপর্ব জোরদার হয়ে উঠেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সেখানে দুটি নির্বাচনী সভায় অংশ নেবেন। দলের এক নেতা জানিয়েছেন, রাহুল প্রথমে পেশাদার ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময় করার পর বেলা সাড়ে ১২-টা নাগাদ জে কে রিসর্ট গ্রাউন্ডে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন।

     উল্লেখ্য ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়ছে। ন্যাশনাল কনফারেন্স ৫২-টি এবং কংগ্রেস ৩১-টি বিানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। উপত্যকা ও জম্মু ডিভিশনের দুটি আসন সি পি আই এম এবং প্যান্থার্স পার্টির জন্য ছেড়ে দেওয়া হয়েছে।