জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আজ প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে আগামী পাঁচদিন ভারি বৃষ্টির সম্ভাবনা। IMD আরও জানিয়েছে, আগামী ১৭ তারিখ পর্যন্ত ওড়িশায় এবং পশ্চিম মধ্যপ্রদেশে আগামী দুদিন ভারি বৃষ্টি হতে পারে।
এদিকে জম্মু ডিভিশনে আগামীকাল পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর। রিয়াসি, উধমপুর, জম্মু, সাম্বা, কাঠুয়া, ডোডা এবং রাজৌরিতে আগামী তিনদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা।