মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 20, 2025 10:05 PM

printer

জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় প্রবল মেঘ ভাঙ্গা বৃষ্টি শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে

জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় প্রবল মেঘ ভাঙ্গা বৃষ্টি শিলাবৃষ্টি ও ধসের কারণে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নাগারে বৃষ্টি জেরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বরাবর নাশরি এবং বাণিহালের মধ্যে একাধিক এলাকায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং গাড়ি। মৃতদের মধ্যে দুজন শিশু ও একজন বৃদ্ধ।

আমাদের সংবাদদাতা জানাচ্ছেন ঐতিহাসিক মুঘল রোড ছোট যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ ভূমিধসের কারনে মৃতদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন,উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। আবহাওয়ার ঠিক না হওয়া পর্যন্ত বাসিন্দা এবং পর্যটকদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন