জম্মু ও কাশ্মীরে, ত্রিকুটা পাহাড়ে ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরের তীর্থযাত্রা আজ টানা অষ্টম দিনের মতো স্থগিত রয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন যে অবিরাম বৃষ্টি এবং ভূমিধসের কারণে তীর্থযাত্রীদের জন্য এই পথটি বিপদসংকুল হয়ে পড়েছে। এর ফলে কর্তৃপক্ষ যাত্রা স্থগিত রেখেছে। মাঝে মাঝে আবহাওয়ার সামান্য উন্নতি হলেও তীর্থযাত্রিদের নিরাপত্তার কারণে কর্তৃপক্ষযাত্রা শুরুর অনুমতি দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থান পুনরুদ্ধার এবং সংস্কারের কাজ চলছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
Site Admin | September 2, 2025 2:26 PM
জম্মু ও কাশ্মীরে, ত্রিকুটা পাহাড়ে ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরের তীর্থযাত্রা আজ টানা অষ্টম দিনের মতো স্থগিত রয়েছে।
