জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক মুঘল রোড আজ যানবাহন চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং রাস্তা পরিষ্কারের জন্য গত সাত দিন ধরে রাস্তাটি বন্ধ ছিল।মুঘল রোডের সিনিয়র ট্রাফিক সুপারিনটেনডেন্ট অনিল কুমার পুনরায় খোলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে, তুষারপাত এবং পিচ্ছিল পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। যানবাহন চলাচল এখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র সকাল ১০:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য মুঘল রোড জম্মু বিভাগের রাজৌরি এবং পুঞ্চ – এই দুই সীমান্তবর্তী জেলাকে কাশ্মীর উপত্যকার শোপিয়ানের সাথে সংযুক্ত করেছে।