জম্মু ও কাশ্মীরে, অমরনাথ যাত্রা গতকাল খারাপ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আজ আবার শুরু হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ায়, কর্তৃপক্ষ আজ ভোরে ভগবতী নগর জম্মু বেস ক্যাম্প থেকে যাত্রীদের সপ্তদশতম দলটিকে কাশ্মীরের দিকে যাওয়ার অনুমতি দিয়েছে। ৩৩৫টি গাড়িতে ৯ হাজার ৫০০ জনেরও বেশি যাত্রী কাশ্মীরের বেস ক্যাম্পে পৌঁছবেন।
এদিকে, গত ১৫ দিনে প্রায় দুই লক্ষ ছাপ্পান্ন হাজার তীর্থযাত্রী পবিত্র অমরনাথ গুহা মন্দিরে পূজা করেছেন। ৩৮ দিনের এই যাত্রা আনুষ্ঠানিকভাবে চলতি মাসের ৩ তারিখে শুরু হয়েছে এবং ৯ আগস্ট শেষ হবে।