July 28, 2025 11:28 AM

printer

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার লোরান উপত্যকায় শ্রী বাবা বুঢঢা অমরনাথের ১৩ দিনব্যাপী তীর্থযাত্রা আজ থেকে শুরু হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার লোরান উপত্যকায় শ্রী বাবা বুঢঢা অমরনাথের ১৩ দিনব্যাপী তীর্থযাত্রা আজ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৯ আগস্ট শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত।  তীর্থযাত্রীদের প্রথম দল আজ জম্মু থেকে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুঞ্চ জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে। উল্লেখ্য বাবা বুঢঢা অমরনাথের মন্দির সীমান্তবর্তী পুঞ্চ জেলায় অবস্থিত এবং জম্মু থেকে ২৯০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬০০ ফুট উপরে পুলস্তি নদীর তীরে অবস্থিত। ভক্তদের বিশ্বাস কাশ্মীরের অনন্তনাগে বাবা অমরনাথের যাত্রা বাবা বুঢঢা অমরনাথের দর্শন ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়।