মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 16, 2024 5:07 PM

printer

জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গি দমন অভিযানে কর্তব্যরত অবস্থায় ৫ নিরাপত্তারক্ষী শহীদ হয়েছেন।

 
Jammu And Kashmir‘এর ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-এ এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপ এস ও জির এক জওয়ান সহ ৫ নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের- দার্জিলিঙের লেবং এর ক্যাপ্টেন ব্রিজেশ থাপা।
আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানাচ্ছেন, গতকাল রাত পৌনে আটটা নাগাদ ডোডার ধারি গোট এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ অপারেশন গ্রুপ , রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। দু-পক্ষের মধ্যে ২০ মিনিটের বেশি সময় ধরে গুলির লড়াই চলে। জঙ্গিদের ছোঁড়া গুলিতে আহত হন এক মেজর সহ পাঁচজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হলে, আজ ভোরে প্রথমে চারজন প্রাণ হারান। পরে মৃত্যু হয় আরও একজনের।
জম্মু কাশ্মীর এর উপ রাজ্যপাল মনোজ সিনহা অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
জঙ্গিদের সন্ধানেও তল্লাশি চলছে।
এদিকে দার্জিলিঙের লেবং এর ২৭ বছরের ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মরদেহ আগামীকাল বাগ ডগরা হয়ে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।