মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 26, 2025 10:30 PM

printer

জম্মু ও কাশ্মীরে, ভারী বৃষ্টির কারণে ব্যাপক বন্যা এবং ভূমিধসের ফলে ১০ জনের মৃত্যু।

জম্মু ও কাশ্মীরের জম্মুতে  গত ২৪ ঘন্টায় লাগাতার  বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে ত্রিকুট পাহাড়ের চূড়ায় মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে  ৬জনের মৃত্যু হয়েছে।
আহত  ১৮ জন। হিমকোটি রুটও বন্ধ করে দেওয়া হয়েছে। ডোডা জেলাতেও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  জম্মু অঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত । জরুরি পরিষেবা ছাড়া আগামীকাল  সরকারি অফিস  বন্ধ থাকবে। ইতিমধ্যে, ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে উদ্ধার অভিযান এবং বন্যা সুরক্ষায় নিয়োজিত সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পরিস্থিতিকে গুরুতর বলে জানিয়েছেন। তিনি প্রশাসকদের হাতে জরুরী তহবিল তুলে দিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা করতে  আজ শ্রীনগরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়।

এদিকে,উত্তর-পশ্চিম মধ্য এবং দেশের পূর্ব ভাগে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামীকাল ছত্রিশগড়, মহারাষ্ট্র এবং উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।