জম্মু ও কাশ্মীরের, কিস্টওয়ার জেলার চিসোটি গ্রামে মেঘভাঙ্গা বৃষ্টিতে আরো এক মহিলার মৃতদেহ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে। অভিযানের ষষ্ঠ দিনে আজও ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে অনুসন্ধান চালানোর সময় আজ সকালে উদ্ধারকারীরা পচাগলা দেহটি উদ্ধার করে। এপর্যন্ত মোট ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মৃতদের মধ্যে তিনজন সিআইএসএফ কর্মী এবং জম্মু কাশ্মীরের এক পুলিশ আধিকারিক রয়েছেন। পুলিশ, সেনা, NDRF, SDRF, CISF, সীমান্ত সড়ক সংস্থা, শহরতলির প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ দলগুলি উদ্ধার কাজ চালাচ্ছে। মেঘভাঙ্গা বৃষ্টিতে আকস্মিক বন্যার কারণে একটি অস্থায়ী বাজার, ১৬টি বাড়ি , সরকারি ভবন, তিনটি মন্দির, ব্রীজ সহ বেশকিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Site Admin | August 19, 2025 6:17 PM
জম্মু ও কাশ্মীরের, কিস্টওয়ার জেলার চিসোটি গ্রামে মেঘভাঙ্গা বৃষ্টিতে আরো এক মহিলার মৃতদেহ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে।
