August 19, 2025 11:53 AM

printer

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চিসোটি গ্রামে ত্রাণ ও উদ্ধারের কাজ এখনও অব্যাহত।

জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চিসোটি গ্রামে ত্রাণ ও উদ্ধারের কাজ এখনও অব্যাহত। গত সপ্তাহের ভয়াবহ মেঘ ভাঙ্গা বৃষ্টি ও ভূমি ধসের ফলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দিতে প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। ৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। ধ্বংসস্তূপের নিচে তাঁদের আটকে থাকার আশঙ্কা রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।