May 22, 2025 8:11 PM

printer

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় সিংহপোরা চতরু এলাকার জঙ্গলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আজ সকালে নিরাপত্তা বাহিনীর গুলির সংঘর্ষ শুরু হয়।

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় সিংহপোরা চতরু এলাকার জঙ্গলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আজ সকালে নিরাপত্তা বাহিনীর গুলির সংঘর্ষ শুরু হয়।  এই ঘটনায় শহীদ হয়েছেন এক জওয়ান। কিশতয়ারের সিংহপোরা চতরু গ্রামের শারি ও মন্দ্রাল ধোক এলাকায় বেশ কয়েক জন জঙ্গি  লুকিয়ে  থাকার খবরের ভিত্তিতেআজ সকাল থেকে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী সকাল সাতটা নাগাদ শুরু হয় গুলি বিনিময়। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এখনও গুলির সংঘর্ষ চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গলের মধ্যে দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে জানা গিয়েছে।