জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগ অঞ্চলের জোড়ঘাটি গ্রামে গতরাতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি জনিত প্রাকৃতিক বিপর্যয়ে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। ওই এলাকার যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ ও রাজ্য বিপর্যয় ব্যবস্থাপন বিভাগ যৌথভাবে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার শুরু করেছে। ৬ জন আহতকে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।কাঠুয়া থানার বাগার্দ ও চাঙ্গদা, লাখানপুর থানার দিলওয়ান-হুথলিতেও ভূমিধস হয়েছে। গত দু দিন এই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হওয়ায় উঝ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আজ কাঠুয়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। আধা সামরিক বাহিনীকেও দ্রুত উদ্ধারকার্যে হাত লাগাতে বলা হয়েছে।