জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবীর তীর্থযাত্রার সময় আর্ধকুওয়ারি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধসের ফলে প্রাণহানিতে উপরাজ্যপাল মনোজ সিনহা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন। সরকারি ত্রাণ নীতি অনুযায়ী, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি ঘটনাটিকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।
শ্রী সিনহা আজ কটরার নারায়ণা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন।