জম্মু ও কাশ্মীরের কাটরার ত্রিকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে আগামীকাল থেকে শুরু হছে পবিত্র নবরাত্রি উৎসব। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে, দর্শনার্থীদের জন্য আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ এবং মসৃণ তীর্থযাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য মন্দির বোর্ড পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ৯ দিনের এই উৎসবের প্রস্তুতি হিসেবে, ভবন, অর্ধকুয়ারী, ভৈর মন্দির এবং গুহা মন্দিরের দিকে যাওয়ার সম্পূর্ণ রাস্তা ফুল , রঙিন আলো এবং ঐতিহ্যবাহী নকশা দিয়ে সাজান হয়েছে। আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিড় ব্যবস্থাপনার উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা জোরদার করা হয়েছে। মন্দির বোর্ড নবরাত্রি উদযাপনের আধ্যাত্মিক মর্ম তুলে ধরার জন্য সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানেরও আয়োজন করেছে।
Site Admin | September 21, 2025 10:01 PM
জম্মু ও কাশ্মীরের কাটরার ত্রিকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে আগামীকাল থেকে শুরু হছে পবিত্র নবরাত্রি উৎসব।