জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়াম স্কেটিং রিঙ্কে আজ থেকে সপ্তদশ জুনিয়র রোল বল জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অন্তত ৬০০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই জাতীয় স্তরের ইভেন্টের লক্ষ্য হলো তরুণদের মধ্যে রোল বল খেলাকে জনপ্রিয় করা এবং এই অঞ্চলে ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করা এই ইভেন্টের লক্ষ্য। আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতা, ক্রীড়া ইভেন্ট আয়োজন করার কেন্দ্র হিসেবে জম্মুর ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।
Site Admin | December 29, 2025 3:26 PM
জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়াম স্কেটিং রিঙ্কে আজ থেকে সপ্তদশ জুনিয়র রোল বল জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে।