July 10, 2025 10:36 AM

printer

জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে ৭৩০৭ জন তীর্থযাত্রীর আরেকটি দল অমরনাথ গুহা মন্দিরে তীর্থযাত্রা করার জন্য কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে ৭৩০৭ জন তীর্থযাত্রীর আরেকটি দল অমরনাথ গুহা মন্দিরে তীর্থযাত্রা করার জন্য কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ২৮৪টি গাড়িতে আজ ভোরে তীর্থযাত্রীরা বেস ক্যাম্প থেকে রওনা হয়েছেন। এই দলে ৫৫৩৪ জন পুরুষ১৫৮৬ জন মহিলা২৫ জন শিশু১৩৮ জন সাধু এবং ২৪ জন সাধ্বী আছেন। এর মধ্যে ৩০৮১ জন তীর্থযাত্রী ভোর ৩:১৫ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে এবং ৪২২৬ জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে ৩:৫৮ মিনিটে রওনা হয়েছেন

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।