মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 16, 2024 12:15 PM

printer

জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে ৪১৩২ জন তীর্থযাত্রীদের আরেকটি দল আজ সকালে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে ৪১৩২ জন তীর্থযাত্রীদের আরেকটি দল আজ সকালে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দলে রয়েছেন ২৮৭২ জন পুরষ, ১১৬৮জন মহিলা, ১৮টি শিশু,৬৮টি জন সাধু ও ৬ জন সাধ্বী রয়েছেন। এরা ১৫১টি গাড়িতে করে রওনা হয়েছেন। এদের মধ্যে ১৮০৮ জন বালতাল দিয়ে যাবেন, বাকিরা যাবেন পহেলগাঁও দিয়ে।