December 14, 2025 9:30 AM

printer

জনপ্রিয়তায় বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন বৈভব সূর্যবংশী।

জনপ্রিয়তায় বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন বৈভব সূর্যবংশী। শুক্রবার যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ১৪ বছরের বৈভব চলতি বছরে গুগলে সবচেয়ে বেশিবার সন্ধান হওয়া ভারতীয় ব্যক্তিত্ব হয়েছেন। গুগলে সন্ধান হওয়া বিশ্বের জনপ্রিয়তম ব্যক্তির মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যবংশী। শুক্রবার বিধ্বংসী ইনিংস খেলে যুব ক্রিকেটে একদিনের ম্যাচে দ্বিতীয় সর্বাধিক ব্যাক্তিগত রান করেছেন এই বিষ্ময় প্রতিভা। ১৪ টি ছয় মেরে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করেছেন বিহারের সমস্তিপুরের এই বাঁ হাতি ব্যাটার। ম্যাচ শেষের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব এশিয়া কাপ সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধি বৈভবকে জনপ্রিয়তায় বিরাটকে ছাপিয়ে যাওয়ার বিষয়টি অবহিত করেন। এরপর প্রশ্ন করেন তাকে নিয়ে ক্রিকেট মহলে এত চর্চার মধ্যে বৈভব নিজেকে মাটিতে রাখেন কি করে ? এর উত্তরে বৈভব বলেন, আমি এই সব বিষয়ে মাথা ঘামাই না। আমি আমার খেলার উপরই নজর দিই। হ্যা, আমি অনেক খবর শুনতে পাই, শুনে ভালোই লাগে। আমি দেখি, ভালো অনুভূতি হয়, তারপর সামনের দিকে এগিয়ে যাই। এই কাজই আমি করি। বৈভব অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ইতিমধ্যেই তিনটি শতরান ও একটি অর্ধশত রান করেছেন।