July 6, 2025 11:40 AM

printer

জগন্নাথ ধাম পুরিতে আজ স্বর্ন আভূষণে সজ্জিত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা, পুণ্যার্থীদের দর্শন দেবেন।

জগন্নাথ ধাম পুরিতে আজ স্বর্ন আভূষণে সজ্জিত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা, পুণ্যার্থীদের দর্শন দেবেন। ‘সুনা বেশ’ নামে পরিচিত এই উৎসব উপলক্ষে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছে। সন্ধ্যে থেকে রাত ১১টা পর্যন্ত পবিত্র দর্শন করতে পারবেন ভক্তরা। এই উপলক্ষ্যে ওড়িশা প্রশাসন ব্যপক বন্দোবস্ত করেছে। ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ কর্মীদের।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।