জগদীপ ধনখড়ের পদত্যাগের পর নির্বাচন কমিশন, নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। গত সোমবার শ্রী ধনখড় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। এসংক্রান্ত প্রস্তুতি শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের দুই কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্যদের নিয়ে ইত্যমধ্যেই ইলেক্টোরাল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী কমিশন উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবে।