December 27, 2025 12:47 PM

printer

ছুটির মরসুমে জম্মু ও কাশ্মীরে ভ্রমণকারী তীর্থযাত্রী এবং পর্যটকদের তীব্র ভিড় সামলাতে নতুন উদ্যোগ উত্তর রেলওয়ের

ছুটির মরসুমে জম্মু ও কাশ্মীরে ভ্রমণকারী তীর্থযাত্রী এবং পর্যটকদের তীব্র ভিড় সামলাতে নতুন উদ্যোগ উত্তর রেলওয়ের। আজ থেকে নতুন দিল্লি এবং শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরার মধ্যে বিশেষ সংরক্ষিত ট্রেন চালনার ঘোষণা করল জম্মু ডিভিশন । ১৬টি কোচ বিশিষ্ট এই বিশেষ ট্রেন পরিষেবা আজ থেকে আগামী মাসের ১ তারিখ পর্যন্ত চলবে।

০৪০৮১ নম্বর বিশেষ ট্রেনটি আজ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন দিল্লি থেকে রাত ১১:৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন দুপুর ১২ টায় কাটরা পৌঁছাবে। অন্যদিকে ০৪০৮২ নম্বর ফিরতি ট্রেনটি ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে পাঁচটি ভ্রমণের জন্য কাটরা থেকে রাত ৯:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১০ টায় নতুন দিল্লিতে পৌঁছাবে।

উল্লেখ্য এই বিশেষ ট্রেনের টিকিট বুক করা যাবে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, অথবা অনুমোদিত টিকিটিং এজেন্টদের মাধ্যমে।তবে যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের সময়সূচী দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ পরিচালনাগত প্রয়োজনীয়তার কারণে সময় পরিবর্তন হতে পারে।