ছত্তিসগড়ের বিজাপুর জেলায় নিরপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন মহিলা কম্যান্ডার রয়েছে। মাওবাদী অভিযানে এটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। নিহত মাওবাদীদের মধ্যে দিলীপ বেডজা, মাদভি কোসা, লাখি মাদকাম এবং রাধার পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় খোজা হছে। পুলিশ জানিয়েছে দিলীপ বেডজা দীর্ঘদিন ধরে ইন্দ্রাবতী রিজার্ভ এবং জাতীয় উদ্যান এলাকায় সক্রিয় ছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ পরিচালনা করত। উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন যে অস্ত্র সমর্পণের জন্য বারবার আহ্বান জানালেও বেডজা তা প্রত্যাখ্যান করেছে। শ্রী শর্মা বলেন, বেডজার মৃত্যুর ফলে এখন জাতীয় উদ্যান এলাকাকে প্রায় মাওবাদী মুক্ত বলে মনে করা যেতে পারে।
সংঘর্ষে দুটি একে-৪৭ রাইফেল, একটি ইনসাস রাইফেল, দুটি পয়েন্ট ৩০৩ রাইফেল এবং ছয়টি গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই মাওবাদীদের হিংসা ত্যাগ করে মূলধারায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার ন্যায়বিচার, নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে পুনর্বাসনের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।