January 7, 2026 6:23 PM

printer

ছত্তিসগড়ের সুকমা  জেলায় ২৬ জন নকশালপন্থী আজ আত্মসমর্পণ করেছে।

ছত্তিসগড়ের সুকমা  জেলায় ২৬ জন নকশালপন্থী আজ আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ১৩ জনের মাথার দাম ধরা হয়েছিলো ৬৫ লক্ষ টাকা। পুলিশ সুপার কিরণ চহবান জানিয়েছেন, পুনা মারগেম পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৭ মহিলা সহ এই নকশাল পন্থীরা পুলিশ ও সি আর পি এফ এর কাছে আত্মসমর্পণ করেন।  

শ্রী চহবান আরও জানান, দক্ষিণ বস্তার, মাদ ও অন্ধ্র ওড়িশা সীমান্ত ডিভিশনের এই মাওবাদিরা পিপলস লিবারেশন গেরিলা বাহিনীর হয়ে কাজ করত। ছত্তিসগড় ও ওড়িশার সীমান্ত এলাকার বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ছিল এরা।

আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা এবং সরকারের নীতি অনুযায়ী সবরকমের সুবিধে দেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।