ছত্তিসগড়ের সুকমা জেলায় ২৬ জন নকশালপন্থী আজ আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ১৩ জনের মাথার দাম ধরা হয়েছিলো ৬৫ লক্ষ টাকা। পুলিশ সুপার কিরণ চহবান জানিয়েছেন, পুনা মারগেম পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৭ মহিলা সহ এই নকশাল পন্থীরা পুলিশ ও সি আর পি এফ এর কাছে আত্মসমর্পণ করেন।
শ্রী চহবান আরও জানান, দক্ষিণ বস্তার, মাদ ও অন্ধ্র ওড়িশা সীমান্ত ডিভিশনের এই মাওবাদিরা পিপলস লিবারেশন গেরিলা বাহিনীর হয়ে কাজ করত। ছত্তিসগড় ও ওড়িশার সীমান্ত এলাকার বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ছিল এরা।
আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা এবং সরকারের নীতি অনুযায়ী সবরকমের সুবিধে দেওয়া হবে।