ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী মারা পড়েছে। বস্তার ডিভিশনের বিজাপুর জেলার দক্ষিণ পশ্চিমে মাওবাদী উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর যৌথ দল তল্লাশী অভিযান চালায়। সকাল থেকেই শুরু হয় দু পক্ষের মধ্যে গুলি বিনিময়। এখনো পর্যন্ত তল্লাশীতে দুই মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। পাওয়া গেছে একটি রাইফেল ও বিস্ফোরক।
আগেই জানানো হয়েছে, গারিয়াবান্দ জেলার মৈইনপুর এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ মাওবাদী মারা পড়ে। মৃতদের মধ্যে মাওবাদী সংগঠনের এক কম্যান্ডার মনোজ ওরফে ভাস্করও রয়েছে। এর মাথার দাম ধার্য ছিল প্রায় এক কোটি টাকা।