ছত্তিশগড়ের বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় আজ এক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আরও ৫ জন আহত। জেলা কালেক্টর দীপক সোনি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ভাটাপাড়া গ্রামীণ এলাকার বাকুলাহি গ্রামের ‘রিয়্যাল ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড’ কারখানায়।আহতদের বিলসাস্পুরের Burn Trauma Centre এ ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসন, এই ঘটনা সম্পর্কে তদন্তের জন্যে মহকুমা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে।
বিস্ফোরণের পর ইস্পাত প্রকল্পটিও সিল করে দেওয়া হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউনিটের ‘ডাস্ট সেটলিং চেম্বার’-এ বিস্ফোরণ ঘটে। গরম ধুলোয় আচ্ছাদিত হয়ে ৬ জন শ্রমিক ঘটনাস্থলেই দগ্ধ হয়ে প্রাণ হারান। এই ঘটনায় ৫ জন আহত শ্রমিককে বিলাসপুরের ছত্তিশগড় ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারি জয়সওয়াল জানিয়েছেন, তিনি কালেক্টরের সঙ্গে কথা বলেছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এই দুঃসময়ে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।