November 28, 2025 9:22 PM

printer

ছত্তিশগড়ের বস্তার এলাকার জগদলপুরে আজ ১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে।

ছত্তিশগড়ের বস্তার এলাকার জগদলপুরে আজ ১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদে মধ্যে আছেন ঝিরম উপত্যকা হামলা কান্ডের মুখ্য অভিযুক্ত চৈতু ওরফে শ্যাম দাদা। পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চৈরতু দর্ভা, কাটে কল্যাণ, বৈরামগড়ো মালানগিরি এলাকায় সক্রিয় ছিল। জানা গেছে, দর্ভা ডিভিশনের নেতৃত্ব দিত সে।

উল্লেখ্য, ২০১৩ সালের ঝিরম উপত্যকা হামলার ঘটনায় প্রবীণ কংগ্রেস নেতৃত্ব সহ মোট ৩০ জনের মৃত্যু হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।