January 9, 2026 9:05 PM

printer

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় আজ ১৮ জন মহিলা সহ ৬৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে।

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় আজ ১৮ জন মহিলা সহ ৬৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ৩৬ জনের ওপর মোট ১ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। জেলা পুলিশ সুপার গৌরব রাইয়ের কাছে এরা আত্মসমর্পণ করেন। শ্রী রাই সাংবাদিকদের জানিয়েছেন, এই মাওবাদীরা দর্ভা, দক্ষিণ ও পশ্চিম বস্তার এবং মাদ এলাকা সহ ওড়িশা সংলগ্ন এলাকায় তৎপর ছিল। এদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে সংঘর্ষ,  আই ই ডি বিস্ফোরণে, খুন, গুলি চালনা, অপহরণ সহ হিংসার নানা অভিযোগ রয়েছে। আত্মসমরপণকারী প্রত্যেকে রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে ৫০ হাজার টাকার অর্থ সহায়তা পাবে বলেও তিনি জানান।