ছত্তিশগড়ের গড়িয়াবন্ধ জেলায় সাতজন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। গতকাল রায়পুর রেঞ্জের IG পুলিশ অমরেশ মিশ্রের কাছে তারা অস্ত্র সমর্পন করে। এদের কাছ থেকে ছ’টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এই সব মাওবাদীদের গ্রেপ্তারীর জন্য ৩৭ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
Site Admin | November 8, 2025 12:59 PM
ছত্তিশগড়ের গড়িয়াবন্ধ জেলায় সাতজন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।