October 2, 2025 9:49 PM

printer

ছত্তিশগড়ে, আজ বিজাপুর জেলায় ২৩ জন মহিলা সহ ১০৩ জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন

ছত্তিশগড়ে, আজ বিজাপুর জেলায় ২৩ জন মহিলা সহ ১০৩ জন মাওবাদী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে ৪৯ জন মাওবাদীর মাথার দাম ধার্য হয়েছিল এক কোটি ছয় লক্ষ টাকারও বেশি। তারা বেশ কয়েক বছর ধরে বিভিন্ন মাওবাদী সংগঠনের সাথে যুক্ত ছিল।রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে, প্রতিটি আত্মসমর্পণকারী মাওবাদীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য  পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এই বছর এ পর্যন্ত জেলায় মোট চারশো দশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এছাড়াও, চারশো একুশ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পৃথক সংঘর্ষে একশো সাঁইত্রিশ জন নিহত হয়েছে।