মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 4, 2025 9:53 PM

printer

ছত্তিশগড়ের বিলাসপুরে আজ বিকেলে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

ছত্তিশগড়ের বিলাসপুরে আজ বিকেলে এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০-র বেশি। লালখান্দানের কাছে একটি যাত্রীবাহী ট্রেন উল্টো দিক থেকে আসা মালগাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের একটি কামরা মালগাড়ির ওপর উঠে যায়। অন্য বগিগুলিও লাইনচ্যুত হয়ে পড়ে। রেল, জেলা প্রশাসন এবং পুলিশ দ্রুত ঘটনাস্হলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। রায়পুরদুর্গ এবং ভাটাপাড়া স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে।

     এদিকে, রেলমন্ত্রক এই দুর্ঘটনায় অর্থ সহায়তার ঘোষণা করেছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকার পাশাপাশি, গুরুতর আহতদের ৫ লক্ষ এবং অল্প আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রক। উদ্ধার কাজ এখনও চলছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।