December 3, 2025 9:17 PM

printer

ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতজন মাওবাদী নিহত হয়েছেন।

ছত্তিশগড়ের বিজাপুর জেলায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতজন মাওবাদী নিহত হয়েছেন। অভিযানে দুইজন নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন এবং একজন জওয়ান আহত হয়েছেন। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন যে বিজাপুর-দন্তেওয়াড়া সীমান্তে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, দান্তেওয়াড়া এবং বিজাপুরের জেলা রিজার্ভ গার্ড,  স্পেশাল টাস্ক ফোর্স, কোবরা ইউনিট ও সিআরপিএফের একটি যৌথ দল তল্লাশি আরম্ভ করলে সংঘর্ষ শুরু হয়।

বস্তার রেঞ্জের আই জি সুন্দররাজ পি. জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাইফেল এবং অন্যান্য বিস্ফোরকও  বাজেয়াপ্ত করা হয়েছে।

সংঘর্ষে বিজাপুরের জেলা রিজার্ভ গার্ডের একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল নিহত হয়েছেন। আরও একজন জওয়ান আহত হয়েছেন এবং তাকে বিজাপুরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

শেষ পাওয়া খবরে জানা গেছে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ব্যাপক তল্লাশি  অভিযান চলছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।