July 3, 2024 9:00 AM

printer

ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী মারা পড়েছে

ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী মারা পড়েছে। জেলা পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, কোহকামেটা এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবরের ভিত্তিতে ডিআরজি, এসটিএফ, বিএসএফ এবং আইটিবিপির যৌথ দল সেখানে অভিযান চালায়। মহারাষ্ট্রের সীমান্তবর্তী জঙ্গলে ঘেরে ওই অঞ্চলে মাওবাদীরা তখন আচমকাই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলির লড়াই-এ মারা পড়ে ৫ মাওবাদী।   

            এদিকে, রাজ্যের সুকমা জেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জন মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, ঐ জেলাতেই এক মহিলা-সহ দুই মাওবাদী গতকাল আত্মসমর্পণ করেু। এদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।