January 23, 2026 9:38 PM

printer

ছত্তিশগড়ের ধানতাড়ি জেলায় ৯জন মাওবাদীর আত্মসমর্পন

ছত্তিশগড়ের ধানতাড়ি জেলায় ৯জন মাওবাদী আজ আত্মসমর্পন করেছে। এদের মধ্যে ৭ জন মহিলা। এদের মাথার দাম ধরা হয়েছিল ৪৭ লক্ষ টাকা। রায়পুর রেঞ্জের পুলিশের ইনস্পেক্টর জেনারেল অমরেশ মিশ্র এবং ধানতাড়ি জেলার পুলিশ সুপার সুরজ সিং পাড়িহারের কাছে এই মাওবাদীরা আত্মসমর্পন করে। সঙ্গে তারা জমা দেন দুটি ইনসাস রাইফেলস্, দুটি এস এল আর, একটি কার্বাইন, বন্দুক সহ বেশকিছু অস্ত্রশস্ত্র। পুলিশ জানিয়েছে এই মাওবাদীরা নাগরি, মৈইনপুর, গোবরা ও সীতানদী এলাকায় সক্রিয় ছিল। বেশকিছু নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে।