মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 22, 2025 10:08 PM

printer

ছত্তিশগড়ের একজন বিখ্যাত হিন্দি কবি ও লেখক বিনোদ কুমার শুক্লা জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

ছত্তিশগড়ের একজন বিখ্যাত হিন্দি কবি ও লেখক বিনোদ কুমার শুক্লা জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এই পুরস্কার দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান হিসেবে বিবেচিত হয়। আজ নতুন দিল্লিতে এই ঘোষণা করা হয়। শ্রী শুক্লা ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে থাকেন। তিনি ১৯৪৭ সালের ১ জানুয়ারী রাজনন্দগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে লেখার সাথে জড়িত।
তাঁর প্রথম কবিতা সংকলন “লাগভাগ জয় হিন্দ” ১৯৭১ সালে প্রকাশিত হয়। তাঁর উপন্যাস “নোকর কি কামিজ”, “খিলেগা তো দেখেঙ্গে” এবং “দিওয়ার মে এক খিড়কি” সেরা হিন্দি উপন্যাস হিসেবে বিবেচিত হয়। এর পাশাপাশি, তাঁর গল্প সংকলন “মহাবিদ্যালয়” এবং তাঁর কবিতা “ওহ আদমি চালা গয়া, নয়া গরম কোর্ট পেহেন কর”, এবং “কবিতা সে লম্বি কবিতা” অত্যন্ত জনপ্রিয়।