মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 23, 2025 10:45 AM

printer

ছট পূজা ও দীপাবলি উৎসবের যাত্রী ভিড় সামলাতে আগামী পাঁচ দিনে ভারতীয় রেল এক হাজার পাঁচশোটি বিশেষ ট্রেন চালাচ্ছে।

ছট পূজা ও দীপাবলি উৎসবের যাত্রী ভিড় সামলাতে আগামী পাঁচ দিনে ভারতীয় রেল এক হাজার পাঁচশোটি বিশেষ ট্রেন চালাচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩০০টি করে ট্রেন চলবে। এই ট্রেনগুলি নিয়মিত পরিষেবার অতিরিক্ত রেল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ১লা অক্টোবর থেকে আগামী মাসের ৩০ তারিখ পর্যন্ত ৬১ দিনের সময়কালে দেশজুড়ে ১২ হাজারেরও বেশি পূজা ও উৎসবকালীন বিশেষ ট্রেন চালানো হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৭ হাজার ৭২৪টি। মন্ত্রক আরও জানিয়েছে, গত ২১ দিনে ৪ হাজার ৪৯৩টি বিশেষ ট্রেন যাত্রা সম্পন্ন করেছে, যার ফলে বহু যাত্রী দীপাবলির উৎসবে যোগ দিতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পেরেছেন।