ছট পুজোর যাত্রী ভীড় সামাল দিতে আগামী তিনদিন ভারতীয় রেল ৯শো-র বেশি বিশেষ ট্রেন চালাবে।দেওয়ালী ও ছটপুজোর পর সবাই যাতে ফিরতে পারেন সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।ভীড় সামাল দিতে বিহারের তিরিশটি স্টেশনে অতিরিক্ত কিছু টিকিট কাউন্টার খোলা হবে। পাটনা,দ্বারভাঙা, মুজাফ্ফরপুর ও গয়া স্টেশনে বিশেষ মেডিক্যাল বুথের ব্যবস্থা করা হয়েছে।
Site Admin | October 24, 2025 9:19 PM
ছট পুজোর যাত্রী ভীড় সামাল দিতে আগামী তিনদিন ভারতীয় রেল ৯শো-র বেশি বিশেষ ট্রেন চালাবে।
 
		 
									 
									 
									 
									