মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 6, 2025 11:58 AM

printer

চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে।

চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে। প্রতিযোগিতায় দুটি রাউন্ড রবিন গ্রুপে মাস্টার্স ও চ্যালেঞ্জার্স বিভাগে খেলা হবে। মাস্টার্স বিভাগের প্রথম রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি আমেরিকার আওন্ডার লিয়াং এর মুখোমুখি হবেন। অন্যদিকে, ভিদিত গুজরাথি ডাচ দাবাড়ু জরডেন ভ্যান ফরেস্টের বিরুদ্ধে খেলবেন।

অন্যদিকে, চ্যালেঞ্জার্স বিভাগে দুজন ভারতীয় হারিকা দ্রোণাভাল্লি ও বৈশালী রমেশবাবু, একে ওপরের বিরুদ্ধে খেলবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।