January 23, 2026 9:34 PM

printer

চেন্নাই এর মাদুরানথাকাম-এ আজ এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুর মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর

তামিলনাড়ুর মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-এনডিএ জোট ক্ষমতায় আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রবীণ বিজেপি নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মাদুরানথাকাম-এ আজ  বলেন, ডিএমকে শাসনকালে রাজ্যে কোনও উন্নতি হয়নি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলেও তা হয়নি।

ডিএমকে সরকারে বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিএমসি বলতে বোঝায়,  কোরাপশান বা দুর্নীতি মাফিয়া এবং ক্রাইম বা অপরাধ।

প্রধানমন্ত্রী বলেন ,এনডিএ সরকার গত ১১ বছরে তামিলনাড়ুর উন্নয়নের জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। ড্রিল বরাদ্দ বেড়েছে সাত গুণ এর পাশাপাশি ৫০হাজার কিষাণ ক্রেডিট কার্ড,৬কোটি মুদ্রা ঋণ এবং সরাসরি উপভোগ তাদের একাউন্টে টাকা পাঠানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পদগীদের জন্য তিন লক্ষ কোটি টাকাও বরাদ্দ হয়েছে এই সময়কালে। ডাবল ইঞ্জিন সরকার হলে দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্য সেক্ষেত্রে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণ করতে পারবে।

এআইডিএমকের সাধারণ সচিব এবং বিরোধী দলনেতা ই. এ .পালনিস্বামী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অন্বুমানি রামাদস ও জনসভায় ভাষণ দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।