February 18, 2025 10:03 AM

printer

চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে  ২৩ তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ।

চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ শুরু হতে চলেছে  ২৩ তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ । সারা দেশের প্রায় দেড় হাজার প্যারা অ্যাথলিট এবারের এই  প্রতিযোগিতায় অংশ নেবেন। ৩০ টি দলে খেলোয়াড়রা ১৫৫টি বিভাগে অংশগ্রহন করবেন,  দেশের মধ্যে যা অন্যতম  সর্ববৃহত প্যারা অ্যাথলিট সমাবেশ  বলে মনে করা হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জ্যাভলিনে সুমিত আন্তিল, নভদীপ সিং, হুইলচেয়ার রেসিং এ মনোজ সভাপতি, শটপাটে মনোজ সিঙ্গারাজ, মুথু রাজা, হোকাতো সেমা, হাইজাম্পে মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং ডিসকাস থ্রোতে যোগেশ কাঠুনিয়া  প্রমুখ

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।