মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 1, 2024 9:46 PM

printer

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত ১০ উইকেটে দক্ষিন অফ্রিকাকে হারিয়ে দিয়েছে

চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত ১০ উইকেটে দক্ষিন অফ্রিকাকে হারিয়ে দিয়েছে। ফলো অন করে ২ উইকেটে ২৩২ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ৩৭৩ রানে শেষ হয়ে যায়। অধিনায়ক লরা উলভার্ট ১২২, সুনে লুস ১০৯ রান করেছেন। স্নেহ রানা, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়েকওয়াড় দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচ জয়ের জন্য মাত্র ৩৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারত কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সতীশ শুভা ১৩ ও শেফালি ভার্মা ২৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর ভারত -৬০৩/৬, বিনা উইকেটে ৩৭, দক্ষিণ আফ্রিকা ২৬৬ ও ৩৭৩। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে, স্নেহ রানা ম্যাচের সেরা হয়েছেন ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।