চীন, পাকিস্তান ও বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাবলী, ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান আশঙ্কা ব্যক্ত করেছেন। অবসার্ভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল চৌহান গতকাল বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে অর্থনৈতিক বিপর্যয়ের ফলে বহিরাগত শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর প্রভাবে, ভারতের এই ধরণের বিপদের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করে দেন তিনি।
অপারেশন সিন্দুর প্রসঙ্গে জেনারেল চৌহান বলেন, সম্ভবত এই প্রথম পরমাণু শক্তিধর দুটি রাষ্ট্র সরাসরি এই ধরণের সংঘাতে লিপ্ত হল। ভারত কোনোমতেই পারমাণবিক ব্ল্যাকমেলের দ্বারা প্রভাবিত হবেনা বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।