চীনে ২৫ তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে গিয়ে পৌঁছেছেন। আগামীকাল এই সম্মেলন শুরু হবে। দুদিনের এই বৈঠকে বিশ্বের বিভিন্ন নেতারা যোগ দেবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর এই চীন সফরে অন্যান্য নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, যোগাযোগ, সুসংহত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। সম্মেলনে গত ২৫ বছরে সংগঠনের সাফল্য এবং আগামী ১০ বছরে উন্নয়নের রোড ম্যাপ নিয়ে পর্যালোচনা হবে।
এই নিয়ে পঞ্চম বার চীন এসসিও শিখর সম্মেলন আয়োজন করতে চলেছে। রাষ্ট্রপতি শি জিন পিং-এর সভাপতিত্বে ২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংগঠনের ১০ নেতা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।